বি এম হিরু মিয়া, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।রোববার বিকেলে সদর উপজেলা খাদ্যগুদামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের আমন ধান সংগ্রহের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
ঝিনাইদহে সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন,সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,জেলা খাদ্য নিয়ন্ত্রক সেখ আনোয়ারুল করিম,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সংগ্রহ কমিটির সদস্য শফি উদ্দিন আহমেদ,শৈলকুপা উপজেলা খাদ্য নিয়ন্ত্রন হাসান মিয়া,সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান,কালীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা,ব্যবসায়ী মোকাদ্দেস হোসেনসহ কৃষক লীগের নেতৃবৃন্দ ও কৃষকেরা।পরে সেখানে ফিতা কেটে এ মৌসুমের আমন ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।খাদ্য বিভাগ জানায়,এ বছর জেলার ৬ উপজেলায় ১ হাজার ৮০ টাকা মণ দরে ৫ হাজার ৮’শ ১৬ মেট্টিক টন ধান সংগ্রহ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।