ঠাকুরগাঁও সদর উপজেলা হতে ৪০ জন মৌসুমের বোরো ধান-কাটা-মাড়াই শ্রমিক নিয়ে হিমেল পরিবহন একটি কোচ ঠাকুরগাঁও হতে গাজিপুর ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলো।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের সামনে,জেলা প্রশাসক ডঃকে.এম কামরুজ্জামান সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন চলতি মৌসুমের বোরো ধান-কাটা-শ্রমিক প্রেরণ অনুষ্ঠান উদ্ভোধন করেন।

প্রতি বছরই বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাওয়া শ্রমিকদের মধ্যে সদর উপজেলা গড়েয়া ইউনিউনের শ্রমিকরা সবচেয়ে বেশি যেয়ে থাকে।এ বছরেও গড়েয়া ইউনিয়ন থেকে ৪০ জনের একটি শ্রমিক দল দুপুরে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়।

বোরো মৌষুমে ধান কাটার জন্য শ্রমিকরা দেশের হাওর অঞ্চল সহ বিভিন্ন জেলায় ধান কাটতে যায়।এরোই ধারাবাহিকতায় লকডাউন চলা কালিন সময়ে বোরো,মৌষুমের ধান কাটার উদ্দেশে ধান কাটা শ্রমিকরা সামাজিক দুরত্ব মেনে
গাজিপুর ঢাকার উদেশ্যে যাএা শুরু করেন।

এ বিষয়ে শ্রমিকদের পরিবারের লোকজন সাংবাদিক কে জানান তারা যেন ভাল ভাবে কাজ করে ফিরে আসেন এবং সংসারের অভাব পূরন করতে পারেন এটাই প্রত্যাশা করি।