মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় আধুনিক কৃষিযন্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৭-মে) দুপুরে ডিমলা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্দ্যোগে ২০২১-২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরন প্রকল্পের আওতায় ৫০% উয়ন্নয়ন সহায়তা (ভূর্তুকি) কার্যক্রমের আওতায় একজন কৃষকের মাঝে আধুনিক কৃষিযন্ত্র (কম্বাইন হারভেস্টার) বিতরন করা হয়।

কৃষকদের বোরো ধান কাটা ও শ্রমিক সংকটের ফলে গত কয়েক দিনের বৃষ্টির কারনে বিপাকে পড়েছে এলাকার কৃষক। বোরো ধান কাঁটা ও শ্রমিক সংকটের বিষয়টি বিবেচনা করে কৃষকদের মাঝে ৫০% ভূর্তুকি মুল্যে আধুনিক যন্ত্রপাতি বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ডোমার-ডিমলা) নীলফামারী-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মোছাঃ আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল হকসহ উপকারভোগী নুর আলম।