রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বোরো চাষাবাদের জন্য প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৭ ডিসেম্বর ) সকাল সাড় ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মনিরুজ্জামান প্রমূখ
এ সময় উপজেলার ৪ হাজার ৩শ জন কৃষক উফসী বোরো ধান বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ২৫০ জন কে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ প্রদান হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।