পার্থ রায় মধুখালী, উপজেলা প্রতিনিধি: ফরিদপুর চিনিকলের অধীনে রাজবাড়ি জেলার কালুখালি উপজেলার ননজোন এলাকা চর আফরা এলাকার আখক্ষেত পরিদর্শন করেছেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা।

শনিবার বিকালে আখক্ষেত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ি সাবজোন প্রধান মো. রকিবুল হক, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, সংশ্লিষ্ট ইউনিটের ইক্ষু উন্নয়ন সহকারি রবিউল ইসলাম প্রমুখ।

পরিদর্শনকালে এমডি মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা আখচাষীদের আখ ফরিদপুর চিনিকলে সরবরাহের অনুরোধ করেন এবং আগামীতে অত্র এলাকা মিল জোনের আওতায় নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশস্ত করেন।