নিজস্ব প্রতিনিধিঃ পেঁয়াজ বাংলাদেশের অন্যতম প্রধান মসলা জাতীয় সবজি।
পেঁয়াজ নাতিশীতোষ্ণ অঞ্চলে খুবই ভাল হয়।
রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলা কৃষি নির্ভর উপজেলা।
বাগমারার কৃষকসমাজ সারাদেশের বিভিন্নস্থানে পেঁয়াজ সরবরাহ করে থাকে।
সারা দেশের মধ্য পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের অন্যতম বৃহৎ ও প্রাচীন হাট বাগমারা উপজেলার অর্ন্তভুক্ত তাহেরপুরের হাট।
এই হাটে শতশত পেঁয়াজ ব্যবসায়ী ন্যায্যমূল্য পেঁয়াজ ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
বাগমারায় এই মৌসুমে কৃষক সমাজ পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন।
সারা বাগমারার বিভিন্ন স্থানে পেঁয়াজের চাষ হয়ে থাকে।
অত্র উপজেলায় কৃষকরা পেঁয়াজ রোপণে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
বাগমারার পেঁয়াজগুলো খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর হয়ে থাকে।
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের কৃষক আজাদ আলী বলেন, আমরা কৃষকরা পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছি।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজ রোপণের জন্য আমরা জমিতে কাজ করে যাচ্ছি।
পেঁয়াজের চারা বা আল উঠিয়ে নিয়ে আমরা জমিতে উৎসবমুখর পরিবেশে পেঁয়াজ রোপণ করে যাচ্ছি।
বিশেষ করে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা জনপ্রতি ১৫০টাকার মজুরিতে পেঁয়াজ রোপণের কাজ যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা রেজাউল হক বলেন, আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রণাদনা হিসাবে বাগমারার কৃষকদের পেঁয়াজের বীজ প্রদান করোছি ও বাগমারার কৃষকদের পেঁয়াজ চাষে অামরা অণুপ্রাণিত করেছি।
আমরা কৃষকদের পেঁয়াজ চাষে সব সময় সুপরামর্শ দিয়ে থাকি।
বাগমারার কৃষকসমাজ বলেন, আবাহাওয়া ভাল থাকলে এই মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হবে।
পেঁয়াজের চাষের পরিশ্রম ও অার্থিক ব্যয়ের সমন্বয় ঘটিয়ে পেঁয়াজের ন্যায্যমূল্য নির্ধারণ করার জন্য আমরা কৃষকসমাজ সরকারের সুদৃষ্টি কামনা করছি।