বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়ায় ৩ দিনব্যাপী কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এর আগে মঙ্গলবার এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দানাজাতীয় শস্যের আধুনিক জাত পরিচিতি, উৎপাদন প্রযুক্তি ও বালায় ব্যবস্থাপনার উপর ৩০ জন কৃষকদের এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ।
এদিন দুপুরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুন কুমার রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মিল্টন বৈরাগী, পলাশ দাস প্রমুখ। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।