মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটার অানুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আশরাফুল আলম মহোদয়।

উপজেলার নাওভাঙ্গা বটতলা মাঠে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত এর আয়োজনে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব সুশান্ত কুমার প্রামানিক।

অনুষ্ঠানের প্রথম পর্বে শুরুতেই অতিথি বৃন্দ ধান কাটার শুভ উদ্ধোধন করেন তারপর আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল,মাগুরার উপ-পরিচালক (শস্য) অাতিকুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সোবাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরার সহকারী পুলিশ সুপার জনাব তরিকুল ইসলাম, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারক বিশ্বাস , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল হাই মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।