ডা. আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: অদ্য রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক শিল্প নগরী, জামালপুরে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) গাজীপুর এর আয়োজনে “মানসম্মত বারি কৃষি যন্ত্রপাতি তৈরি ও বাণিজ্যিকীকরণ কৌশল শীর্ষক” পাঁচ (০৫) দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোদন করা হয়েছে।
উক্ত উদ্ভোদন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রহমান খান, প্রোপাইটার মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন- ড. মোঃ আইয়ুব হোসেন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর।
বিশেষ অতিথিঃ ড. মোঃ মন্জুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, গাজীপুর।
অনুষ্ঠান সঞ্চালনায় ও প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মোহাম্মদ এরশাদুল হক, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, বিএআরআই, গাজিপুর।
বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫ জন কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের নিয়ে পাঁচ দিনব্যাপীর এই প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করেন, তারা হলেন-
মোঃ মাহবুবুর রহমান খান, স্বত্বাধিকারী, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। মুকিত মাহবুব খান, পরিচালক, উৎপাদন ও বিপণন, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিসিক, জামালপুর। মোঃ আব্দুল্লাহ্ হেল বাকী, বিপণন কর্মকর্তা, মাহবুবুর ওয়ার্কশপ বিসিক, জামালপুর। মোঃ শামসুল আলম, লেদ অপারেটর, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। বাহাদুর হোসেন, ফোরম্যান, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। মোঃ নজরুল ইসলাম, ওয়েল্ডার মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর।মোঃ আল মামুন, ওয়েল্ডার/ফিটার, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। মোঃ মমিন, ওয়েল্ডার/ফিটার, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। মোহাম্মদ জুয়েল,লেদ অপারেটর, হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, সরিষাবাড়ী, জামালপুর। মোঃ শাকিল, ওয়েল্ডার/ফিটার, খুরশেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, গুনারীতলা, মাদারগঞ্জ, জামালপুর ।
মোঃ ওমর ফারুক, লেদ অপারেটর/ফিটার, ফারুক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, নারিকেলী মোড়, জামালপুর। মোঃ মফিজুল ইসলাম, ওয়েল্ডার, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বিসিক, জামালপুর। মাসুদ রানা, ওয়েল্ডার/ফিটার, মোহনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তুলসীপুর, জামালপুর। রহুল আমিন, ওয়েল্ডার, আক্তার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্টেশন রোড জামালপুর। মোঃ আব্দুল হাই লেবু, লেদ অপারেটর/ওয়েল্ডার, আনন্দ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মৃধাপাড়া, জামালপুর।
কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প এর সামগ্রিক উদ্দেশ্য হলো: কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও পরিগ্রহনের মাধ্যমে উৎপাদন খরচ হ্রাস, শ্রমিকের স্বল্পতা মোকাবেলা ও শস্য সংগ্রহোত্তর অপচয় হ্রাসের মাধ্যমে কৃষিকে অধিকতর লাভজনক করে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলীঃ
লাগসই কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি উদ্ভাবন ও পরিগ্রহনের মাধ্যমে শ্রমিক স্বল্পতা মোকাবেলা, উৎপাদন খরচ হ্রাস এবং ফসল উৎপাদনকে লাভজনক করা; শ্রমিকের ক্ষমতা মোকাবেলা ও শস্য সংগ্রহোত্তর অপচয় এর মাধ্যমে কৃষিকে অধিকতর লাভজনক করে তোলা ; কৃষি যন্ত্রপাতি এডাপটিভ ট্রায়াল স্থাপন প্রশিক্ষণ ও অনুপ্রাণিত করার মাধ্যমে কৃষকের সচেতনতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি করা; প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে স্থানীয় বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কৃষি যন্ত্রপাতির প্রস্তুতকারকদের কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা; গবেষণা ও অবকাঠামো জোরদারকরণ, নবায়নযোগ্য শক্তি ও প্রিসিশন কৃষি যন্ত্রপাতির উপর গবেষকদের দক্ষতা বৃদ্ধি করণ এবং কৃষি যন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ ও উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্তকরণ।
বাংলাদেশের আটটি বিভাগের ১১ টি জেলার ২১ টি উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম চলমান আছে।
প্রকল্প এলাকাঃ
ঢাকা বিভাগ- গাজীপুর জেলা ও গাজীপুর সদর উপজেলা,
কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ সদর, নিকলি উপজেলা।
ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, জামালপুর সদর ও মেলান্দহ উপজেলা।
রংপুর বিভাগের দিনাজপুর জেলা, দিনাজপুর সদর ও বীরগঞ্জ উপজেলা।
রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, চারঘাট ও তানোর উপজেলা, বগুড়া জেলা, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা, গলাচিপা ও দুমকি উপজেলা।
খুলনা বিভাগের যশোর জেলা, যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ সদর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা।
চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলা, নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা।
বান্দরবান জেলা, বান্দরবান সদর ও রুমা উপজেলা ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।