মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলার জিকরা পশ্চিম পাড়া মাহির ব্রিকস ইটভাটা। প্রযত্নে: ফেরদৌস। জিকরা, লোহাগড়া, নড়াইল।

উক্ত এলাকায় ইটভাটার আগুনের তাপে পুড়ে গিয়েছে শত শত একর জমির ধান। ভুক্তভোগীদের নাম ও ঠিকানাও জমির পরিমাণ ক্ষয়ক্ষতি সহ নিম্নে প্রদান করা হলো। ক্ষয়ক্ষতি হওয়ার ধানক্ষেতের মালিকদের সাথে কথা হলে তাহারা বলেন এ বছর আমাদের না খেয়ে থাকা লাগবে।

আমাদের জমির ফসল সবই ইটভাটার আগুনের তাপে পুড়ে শেষ। কৃষকেরা আরো বলেন আমরা সকলে মিলে লোহাগাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মহোদয় কে ও কৃষি অফিস কে জানিয়েছি। কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির কোন সমাধান পাইনি।

১/মো:ওলিয়ার খান পিং মৃত্যু লাল মিয়া খান গ্রাম জিকরা পশ্চিমপাড়া জমির পরিমাণ ৯৬ শতাংশ। ২/ মোঃ সাখাওয়াত শেখ পিং কুটিমিয়া শেখ জমির পরিমাণ ৪৫ শতাংশ। ৩/ মোঃ রেজাউল সরদার পিং ছকির উদ্দিন সরদার জমির পরিমাণ ২ একর। ৪/ মোঃ সেলিম শেখ পিং হারুন শেখ জমির পরিমাণ ৪৫ শতাংশ। ৫/ মোঃ নসির বিশ্বাস পিং লোকমান বিশ্বাস জমির পরিমাণ ৪০ শতাংশ। ৬/ মোঃ উজির শেখ পিং মোঃ তারা শেখ জমির পরিমাণ ৬০ শতাংশ। ৭/ মোঃ বাদশা শেখ পিং আফজাল শেখ জমির পরিমাণ ১একর।৮/ মো: মিজানুর শেখ পিং আফজাল শেখ জমির পরিমাণ ৬০ শতাংশ। ৯/ মোঃ বাবলু বিশ্বাস পিং মান্দার বিশ্বাস জমির পরিমাণ ৪৫ শতাংশ। ১০/ সিরু মোল্লা পিং আলেক মোল্লা জমির পরিমাণ ৪৫ শতাংশ। ১১/মো: হাফিজ বিশ্বাস পিং মহাম্মদ বিশ্বাস জমির পরিমাণ ১ একর। ১২/ মোঃ কেবর বিশ্বাস পিং মান্দার বিশ্বাস জমির পরিমাণ ৬০ শতাংশ। ১৩/ মো:মিজানুর বিশ্বাস পিং মান্দার বিশ্বাস জমির পরিমাণ ৩০ শতাংশ। ১৪/ সর্ব সাং রামেশ্বরপুর। ১৫/ বদির বিশ্বাস, পিং আব্দুল্লাহ বিশ্বাস আবাদি জমির সেচ মালিক জমির পরিমাণ ১ একর। আলীম বিশ্বাস পিং হামেদ বিশ্বাস জমির পরিমাণ ৬০ শতাংশ। ১৬/ মোঃ জসিম বিশ্বাস পিং হামেদ বিশ্বাস জমির পরিমাণ ৩০ শতাংশ। সর্ব সাং ভাটগাতি, সর্ব থানা: লোহাগড়া, জেলা: নড়াইল।

সরকারের কাছে ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ক্ষতিপূরণের জোর দাবি জানান।