মোঃরবিউল ইসলাম,কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ আজ রবিবার ২৫/০৭/২০২১
কচুয়া উপজেলার (গজালিয়া) সবজি পাইকারি বাজারে প্রতি কেজি শসা ৭ টাকা, করোলা ১২ টাকা দরে বিক্রি হয়।যা শসা,করোলার উৎপাদন ব্যয় থেকে অনেক কম।চাষীদের ভাষ্যমতে শষা,করোলার দামের এমন পরিস্থিতি চলতে থাকলে তাদের মোটা অংকের লোকসান হবে।
কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জোবাই গ্রামের বাসিন্দা আনোয়ার গাজীর ছেলে মুন্না গাজী জানান এ বছর তিনি ৫ বিঘা জমিতে শষা এবং ৩ বিঘা জমিতে করোলা চাষ করেছেন। তিনি জানান প্রতিবছরের তুলনায় এ বছর শষা, করোলার দাম অনেক কম। দামের এমন পরিস্থিতি চলতে থাকলে মোটা অংকের লোকসানের সম্মুখীন হবেন বলে তিনি মনে করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।