জিল্লুর রহমান রাসেল,ফরিদপুরঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলারেশ সরকারের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মুহাম্মাদ আবদুর রাজ্জাক বলেছেন শীঘ্রই আমরা মসলা জাতীয় ফসল রপ্তানি করবো। মসলা জাতীয় ফসলে দেশ যাতে সয়ংসম্পন্ন হয় সরকার সে লক্ষে কাজ করে যাচ্ছে।

ফরিদপুরে শাহিদা বেগমের পিঁয়াজ বীজ খামার পরিদর্শন শেষে ফরিদপুর মসলা গবেষণা উপকেন্দ্রে কৃষকদের মাঝে বারী পিঁয়াজ ৫ এর চারা ও বীজসহ নানা ধরনের মসলা জাতীয় ফসলের চারা ও বীজ বিতরনের সময় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে মসলা জাতীয় ফসলের গবেষণা জোড়দারকরণ প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মসলা গবেষণা উপ কেন্দ্রের আয়োজনে মসলা জাতীয় নানা জাতের চারা ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ৫০ জনের অধিক কৃষকের মাঝে বারি আদা ১, বারি পিঁয়াজ ৫, গোলমরিচ, আলু বোখারাসহ কয়েক ধরনের চারা ও বীজ বিতরণ করেন।

এ সময় কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর, গাজীপুরের মহাপরিচালক ড. দেবাশীষ সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।