মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে কৃষকদের মাঝে বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ ও কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর দুপুর ১২টায় মির্জা আজম অডিটোরিয়ামে কৃষকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, আ’লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার,
কৃষক লীগ সভাপতি দিদারুল আলম শাকিল এবং সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বিএসসি প্রমুখ। সভায় ৪৫০ কৃষকদের মাঝে ২ কেজি হারে বিনামুল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।