জয়নগরের পান চাষী বিধান দাস জানিয়েছেন, তিনি ২ বিঘা জমিতে পান চাষ করেছেন। গত দুই বছর ধরে পানের দাম এক নাগাড়ে কম থাকায় পান চাষীদের চরম প্রতিকুলতার সমূখীন হতে হয়েছে। ব্যায়বহুল এ চাষে লাভ্যাংশ না আসলে ধার দেনায় নিশ্ব করে ফেলবে চাষীদের তাই তিনি মাননীয় কৃষি মন্ত্রির কাছে বিনিত আকুতি জানিয়েছেন যাতে সকল কৃষি পন্যোর বাজার যেনো নিয়ন্ত্রনে রেখেন তাহলে কৃষি ও কৃষক দুইয়ের সুদিন আসবে। তিনি আরও জানিয়েছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই সাথে কৃষকদের জন্য সহজ শর্তে ও ঝামেলা মুক্ত ঋনের ব্যাবস্থার জন্য বিনিত আকুতি জানিয়েছেন।
জয়নগরের আরেক কৃষক কৃষ্ণ দাস জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে পানের চাষ করেছেন, নানা প্রতিকুলতার মধ্যো দিয়ে ৩ বিঘা জমির পান বরজ আগলে রেখেছেন। ব্যায় বহুল খরচ, পানের বাজার মূল্য কম এর মধ্যো দিয়ে অতি যত্নে তিনি পান বরজকে সামলে রেখেছেন। তবে পানের বাজার দর একটু বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।