কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমারখালীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি হিসাবে জৈব কৃষি উপকরণ সহ একটি ধান কাটার কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মান্নান খানের উপস্থিতিতে থেকে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি ও কাগজপত্র তুলে দেয়া হয়।
এই সভায় উপজেলা কৃষি কর্মকর্তা দেবাসিস কুমার দাস জানায় উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকি তে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে আরও বলেন অল্প সময়ে এবং কম খরচে ধান কাটা যাবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।