মোঃ তাহেরুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় চলতি মৌসুমে কৃষকের রোপনকৃত বোরো ধান কর্তন শুরু হয়েছে।
উপজেলার ডিমলা সদর ইউনিয়নসহ বালাপাড়া, খগাখড়িবাড়ি, পশ্চিম ছাতনাই, ছাতনাই, নাউতারা, গয়াবাড়ী, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সর্বত্র এলাকায় চলতি বোরো মৌসুমে বিভিন্ন জাতের পাঁকা ধান ঘরে তুলতে কৃষক সহ শ্রমিকরা ব্যস্ত। রবিবার ( ৮ মে) সকাল ১০ টায় সুন্দর খাতা গ্রামে সরে জমিনে দেখা যায় কৃষকেরা স্বপ্নের সোনালী ফসল ঘরে তোলার জন্য পাঁকা ধান কাটতে শুরু করেছে ।
কৃষকদের আনন্দের শেষ নেই নতুন ফসল ঘরে আসবে এই খুশিতে। অনেকে দিনমুজুর না পেয়ে পরিবারের লোকজনদের নিয়ে ধান কাটছে।
কৃষক আব্দুল হামিদ জানান এক বিঘা জমির ধান কাটা ও মাড়াইয়ে ব্যয় হচ্ছে চার হাজার টাকা সেই হিসেবে সব মিলে প্রায় বিঘা প্রতি দশ হাজার টাকা ব্যয় ধানের দাম না পেলে লাভের মুখ দেখতে পারব না।
কৃষক মাহামাদুল ইসলাম জানান এলকার প্রায় সব জমির ধান পেকেছে তবে শ্রমিক সংকটের কারনে অনেকে দুশিন্তায় আছে প্রাকৃতিক দূর্যোগের ভয়ে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী জানান আগামী ১১ মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে ঘূর্ণিঝড় অশনি ১০ – ১২ মে তারিখের মধ্যে বাংলাদেশে আঘাত হানতে পারে তাই ধান ও ভূট্রা ৮০% পেকে গেলে দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন স্থানীয় কৃষকদের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।