দ্রুতসময়ে ধান কাটার জন্য কৃষকের মাঝে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১২টায় নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে দুইজন কৃষককে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল বিশ্বাস, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের মো. মিজানুর রহমানকে ৩১ লাখ টাকা দামের ও কলোড়া ইউনিয়নের শিমুলিয়ার তিতাস বিশ্বাসকে ৩০ লাখ ৫০ হাজার টাকা দামের মেশিন ৫০% ভর্তুকিতে দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।