বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকায় শীত, বাতাস কুয়াশাকে উপেক্ষা করে নারীরাও পেঁয়াজ লাগাতে ব্যস্ত সময় পারছে। পুরুষের সাথে তাল মিলিয়ে নারীরাও নেমে গেছে পেঁয়াজ লাগাতে।
সারাদিন রোদের দেখা নেই এ উপজেলায়। প্রচন্ড শীতে চাঁদর মুড়ি দিয়ে নারীদের পেঁয়াজ লাগাতে দেখা গেছে মাঠ গুলোতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শ্রমিক ৫ শত টাকা পাচ্ছে বলে শ্রমিকরা জানান।
উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, এ বছরে গুটি পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৮৪০০ হেক্টর।
হালি পেঁয়াজ রোপন কার্যক্রম চলমান রয়েছে।
এ পর্যন্ত রোপন হয়েছে ২৭০০ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে এ বছর পেঁয়াজের চাষ কম হচ্ছে। উপজেলায় সরিষা চাষ হয়েছে মোট ১৯৩০ হেক্টর, গম চাষ হয়েছে ২৩০০ হেক্টর জমিতে। তিনি বলেন, আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।