শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক মাস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে আজ (২৪ সেপ্টেম্বর ) রোজ শনিবার বিকেল ৩টা উপজেলা পরিষদ হলরুমে সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কৃষি গবেষক শাহাদাব আকবার লাবু চৌধুরী, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোঃ হাবিবুর রহমান এলাহী এ সময় সঞ্চালনা করেন মোঃ মঈনুল ইসলাম রিপন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আকেটাইব ও পাঠাগার সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি প্রিন্সিপাল এম এ হান্নান, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ, সন্মানিত অতিথি জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক জাতীয় কেন্দ্রীয় কমিটি সদস্য উজ্জ্বল প্রাসাদ কানু, বিশেষ বক্তা ছিলেন( ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জেলা শাখা ফয়সাল আহমেদ রবিন, কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল কুমার বিশ্বাস, জননেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর এর এপিএস শফিউদ্দিন শফি, ফিরোজ আলম জুয়েল, সহ ওয়াডের ,ইউনিয়নের সর্ব স্তরের স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিন্দু ও বিভিন্ন গনমাধ্যম ব্যক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য বক্তারা বলেন, এ মাস সদস্য সংগ্রহের মাস, আজ এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে ওয়ার্ড ও ইউনিয়নের সদস্য ফরম দেওয়া হবে দ্রুত ফরম পূরণ করে তা আবার জমা দেওয়া জন্য অনুরোধ যানাচ্ছি। সকল ষড়যন্ত্রকে এড়িয়ে আপনাদেরকে নিয়ে এগিয়ে গেছেন সৈয়দা সাজেদা চৌধুরী তিনি শুধু এ এলাকার নেত্রী নয় সারা বাংলাদেশের নেত্রী। ৭৫ এর জাতির জনক বঙ্গবন্ধুর স-পরিবারে হত্যা করার পর এক জন মহিলা হয়ে সারা বাংলাদেশে নেতৃত্ব দিয়ে গেছেন। দলকে সুসংবদ্ধ করার জন্য রাজপথে নেমেছিলেন, সেই রাজপথ তিনি কখনোই ছাড়েনি। বঙ্গবন্ধুর আদর্শ থেকে কখনো তিনি বিচ্যুত হননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।