জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র (বায়োপিক) ‘মুজিব : দ্য মেকিং অব এ নেশন’ চলতি সেপ্টেমবরে মুক্তির কথা থাকলেও তা আর হচ্ছে না।
এ সিনেমার বঙ্গবন্ধুর চরিত্রটির উপস্থাপন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে সরকারের উচ্চ মহলেও রয়েছে অসন্তুষ্টি। চূড়ান্ত সম্পাদনার পর এটি মুক্তি দেয়া হবে, নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসবে- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
চলচ্চিত্রটির সহকারী নির্মাতা ও কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সেপ্টেম্বরে মুক্তির তারিখ এক রকম ঠিক হয়েছিল।
তবে আমরা যখন ট্রেলার প্রকাশ করি, তখন অনেক ভুলত্রুটি ধরা পড়ে। এখন সবকিছু আবার দেখা হচ্ছে। ইনশাআল্লাহ, এর পর আর কোনো দুর্বলতা থাকবে না।
ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে প্রশংসা কুড়াবে। বাহাউদ্দিন আরও বলেন, ছবিটি সরকারের ঊর্ধ্বতন একটা টিম দেখেছে। চূড়ান্ত কারেকশন হয়ে এলে দেশের সিনেমা বোদ্ধাদের একটি টিম ও বিজ্ঞ ব্যক্তিদের দেখানো হবে।
তাঁদের মতামতও নেওয়া হবে। তাঁদের কাছ থেকে ইতিবাচক বার্তা পেলেই বায়োপিক চূড়ান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখানো হবে। তাঁর অনুমোদনের পরই মুক্তি পাবে ‘মুজিব :দ্য মেকিং অব এ নেশন’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।