• আদালতে হাজির করা হয়েছে জামায়াত নেতা সাঈদীকে

আরফিন মুহিন ঢাকা প্রতিনিধি 

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাৎ ও আয়কর ফাঁকির মামলায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজারের অস্থায়ী আদালতে নেয়া হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

যাকাতের অর্থ আত্মসাৎ মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আজ। এ মামলায় সাঈদীসহ বাকি ৫ আসামি হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান লুৎফুল হক, আবুল কালাম আজাদ, মিয়া মোহাম্মদ ইউনুস, তোফাজ্জেল হোসেন ও আব্দুল হক।
এর মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। ২ জন পলাতক এবং তিনজন জামিনে রয়েছেন। অন্যদিকে, আয়কর ফাঁকির মামলায় একমাত্র আসামি সাঈদী।