- কেশবপুরে ৮০ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
যশোরের কেশবপুরে আজ (১৩ ডিসেম্বর) রোববার সকালে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮০ চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান ওই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সড়কে মোটরসাইকেল নিয়ে চলাচলকারী চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮০ মোটরসাইকেল আটক করে চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। আটককৃত মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে যশোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর নুরুজ্জামান বলেন,
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেশবপুর শহরে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় ৮০ মোটরসাইকেল আটকসহ চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।