চট্টগ্র২নং মাইলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ১০ জন আটক।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

চট্টগ্রাম মহানগর উপ-পুলিশ কমিশনার ( ডিবি বন্দর /পশ্চিম) জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার ( ডিবি বন্দর) জনাব আবু বকর সিদ্দিক, সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ গোলাম ছারোয়ার এর নেতৃত্বে ১৭ নং টিম (ডিবি বন্দর) কতৃক ১৩/১২/২০২০ ইং তারিখ রাত ১২.১৫ ঘটিকায় বন্দর থানাধীন ২নং মাইলের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ১০ জনকে আটক করা হয় এবং বন্দর থানার নন এফআইআর প্রসিকিউশন নং-৪২ তারিখ – ১৩/১২/২০২০ ইং মৃূলে সিএমপি অধ্যাদেশ ৯৪/১০৩ ধারায় প্রসিকিউশন করা হয়।