• চট্রগ্রাম ট্রফিক উওর বিভাগের অভিযানে বায়েজিদ এলাকায় ১৩ টি সিএনজি জব্দ।

একেএম টি ইসলাম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-

বন্দর নগর চট্রগ্রাম বায়েজিদ এলাকায় গ্রাম সিএনজির উপর দফায় দফায় বিশেষ অভিযান চালিয়ে (ট্রাফিক উত্তর বিভাগ ১৩ টি অবৈধ সিএনজি জব্দ করেন

নগরির বায়েজিদ বোস্তামি থানা এলাকা সিএমপি কতৃক ট্রাফিক উত্তর বিভাগের বিশেষ অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা শেরশাহ বাংলাবাজার লিং রোড অত্র এলাকায় ট্রাফিক উত্তর বিভাগের বিশেষ অভিযান চালিয়ে উত্তর বিভাগের এসি শরিফুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র এলাকা থেকে ১৩ টি গ্রাম সিএনজি জব্দ ডাম্পিং করে নিউ মুনসুরাবাদ ট্রাফিক বক্সে প্রেরন করে । উক্ত অভিযান কালীন উপস্থিত ছিলেন এসি শরিফুল ইসলাম,টি আই এডমিন মশিউর রহমান, বায়েজিদ অক্সিজেন ট্রাফিক বক্স এর টি আই মন্জুর হোসেন, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট গভিন্দ দাস সার্জেন আলমগীর সহ সঙ্গীয় ফোর্স, এসময় ট্রাফিক উত্তর বিভাগের এসি শরিফুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ জুবাইর কে বলেন আমাদের এই অভিযান অব্যহত থাকবে।