• নড়াইলে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেপ্তার।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।

 

নড়াইলের সদর থেকে গোপন তথ্যের ভিত্তিতে, ০২/১২/২০২০ তারিখ,বুধবার বিকাল ০৪,৩০ ঘটিকার সময়,জি আর ২৪/১৭ এর, দুই(২) বছরের এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামী মোঃ লিটন গাজি(২৭),পিতাঃ সরোয়ার গাজি,সাং বিলডুমুরতলা,থানা+ জেলাঃ নড়াইল কে, গ্রেপ্তার করেছেন নড়াইল জেলা ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর থানাধীন বোড়ামারা গ্রাম থেকে এ,এস,আই- আনিস,সঙ্গীয় ফোর্স কং বিকাশ,দেলোয়ার,সরোয়ার,জুনায়েদ সহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে অাসামি লিটন গাজি কে গ্রেপ্তার করেন।

ডিবি পুলিশের এএসঅাই অানিচ বলেন আসামীকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।

মোবাইল :০১৭০৫১৯৩০৩০/০১৯২০২৮১৭৮৭