• নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে,নড়াইল জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

 

 

 

মো:রফিকুল ইসলাম, নড়াইলঃ
নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে,নড়াইল জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
জেলা পুলিশের উদ্যোগে বুধবার (২৩ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা জানান,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা,অতিরিক্ত পুলিশ শেখ ইমরান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম,সদর থানার ওসি ইলিয়াস হোসেন (পিপিএম),ডিআইও এস এম ইকবাল হোসেনসহ পুলিশ কর্মকর্তাগণ।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,জেলা প্রশাসক সব সময় আমাদের সঙ্গে আন্তরিক ভাবে কাজ করেছেন এবং আমরা সব সময় পাশে পেয়েছি।
এদিকে,গত (১৭ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানা যায়,নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরাকে ঢাকায় স্বাস্থ্যসেবা খাতে বদলি করা হয়েছে।
এদিকে, জন নিরাপত্তা বিভাগের উপ-সচিব মুহাম্মদ হাবিবুর রহমানকে নড়াইলের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।