সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইফুর রেজা নামের এক আইনজীবীর সদস্যপদ পদ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে ওই আইনজীবীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির।
ফেসবুকে ষাটোর্ধ্ব ওই আইনজীবীর মন্তব্য নজরে আসার পর বিক্ষুব্ধ আইনজীবীরা তাৎক্ষণিক বিক্ষোভ প্রতিবাদ করে। এক পর্যায়ে তার চেম্বারের চেয়ার-টেবিল-ডেস্ক ভাংচুর করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে সাইফুর রেজার সদস্য পদ স্থগিত করে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির জানান, সমিতির কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠক করে তার সদস্য পদ স্থগিত করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।