সংস্কৃতিবান্ধব জেলা প্রশাসক আনজুমান আরা কে অ গ্নি বী ণা ও নিসরাপ এর বিদায় সংবর্ধনা,,
আব্দুল্লাহ ফছিয়ার স্টাফ রিপোর্টার!!
নড়াইলের সংস্কৃতিবান্ধব জেলা প্রশাসক আনজুমান আরা কে অ গ্নি বী ণা ও নিসরাপ এর বিদায় সংবর্ধনা এবং জাতীয় কবি সম্মাননা -২০২০ প্রদান করা হয়েছে।
বুধবার বিকাল চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
অগ্নীবিনার নড়াইল জেলা সভাপতি কবি মাহবাবুর রহমান মিঠু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা,প্রধান আলোচক ছিলেন অগ্নীবিনার সভাপতি নজরুল ভাবুক কবি এইচএম সিরাজ,স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক ও রেলপথ বাসবতবায়ন পরিষদ নিসরাপ চেয়ারম্যান সাহিত্য পরিষদের লোহাগড়া সম্পাদক কবি সৈয়দ খায়রুল আলম,বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এ্যাড. এমএ মতিন,বিছালি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আবু বক্কর মোল্লা,জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক অনিল কুমার বিশ্বাস,কবি নৃত্য গোপাল বিশ্বাস,সৈয়দ নুর আলীি,নিসরাপ এর মহিলা বিষয়ক সম্পাদক সন্চিতা হক রিক্তা,কবি সেফালী বিশ্বাস,মো আমাদুর রহমান,মনিকা মজুমদার,মো আবুল কাশেম,হাসান মতিউর রহমান,বাবলুর রহমান মোল্লা,কবি ডা.রবিন্দ্র বিশ্বাস, মো সোহানুর রহমান, প্রমুখ।
আয়োজনে অ গ্নি বী ণা ও ঘ রা মি ঘ র, (নড়াইলে নজরুল চেতনার বাতিঘর),নিরাপদ সড়ক ও রেলপথ বাসবতবায়ন পরিষদ নিসরাপ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসরাপ চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি আনজুমান আরাকে কে অ গ্নি বী ণা ও নিসরাপ এর বিদায় সংবর্ধনা এবং জাতীয় কবি সম্মাননা -২০২০ প্রদান করা হয়। সন্মাননা তুলে দেন নজরুল ভাবুক কবি এইচএম সিরাজ, নিসরাপ চেয়ারম্যান কবি সৈয়দ খায়রুল আলম,এ্যাড. এমএ মতিন,প্রাক্তন চেয়ারম্যান আবু বক্কর মোল্লা সহ অন্যরা।
পরে নিসরাপ এর কেন্দ্রিীয় সদস্য (সাইবার বুলিং) এ আর্ন্তজাতিক শিশু শান্তি পুরস্কার প্রাপ্ত তরুণ শাদাত রহমান এর প্রতিনিধি মিডিয়া পরিচালক মেহেদির সহ আনন্দের হাতে নিসরাপ এর পক্ষথেকে সন্মাননা ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমন আরা,চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম ও অতিথিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।