নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয়-কলেজের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত বাতিল চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) নোটিশ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার অনিক আর হক। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মনজুর নাহিদের পক্ষে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।
নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে মোনাশ কলেজকে দেওয়া অনুমোদন বাতিল করতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।