অর্ডার দিয়ে পেমেন্ট করার পরও পণ্য না পাওয়ায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে থাকা অর্থ ফেরতের (রিফান্ড) বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে তদন্ত শেষে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও পণ্য কিনতে অগ্রিম টাকা দেওয়া ২২ গ্রাহকের (রিটকারী) ২ কোটি ৬১ লাখ ৩৬ হাজার ৩৩৫ টাকা অর্থ ফেরানোর পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রবিবার (৭ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।