স্টাফ রিপোর্টারঃ আজাদুল বারী
করোনায় আক্রান্ত দৈনিক নবচেতনা পত্রিকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি রিশাদ আহমেদ শাহীন এর পাশে দাঁড়িয়েছেন জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
আজ ৫ আগস্ট করোনা পজিটিভ আসে সাংবাদিক রিশাদ আহমেদ শাহীন এর। সংবাদ পেয়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নগদ অর্থ, প্রাথমিক চিকিৎসার ওষুধ, চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আদা, মিষ্টি কুমড়া, লাউ, লবণ, চিনি, ময়দা, লেবু, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাংবাদিক রিশাদ আহমেদ শাহীন এর বাসায় পাঠান।
বৃহস্পতিবার (৫ আগস্ট ) সন্ধ্যায় সাংবাদিক রিশাদ আহমেদ শাহীন বাসায় এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় নগর ইউপি যুবলীগের সভাপতি মো. জুলফিকার আলি (মিঠু), ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.সেন্টু আলী,থানাইখাড়া ওয়ার্ড আ.লীগের সভাপতি মো.শাজাহান আলীসহ অন্যান্য যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
করোনায় আক্রান্ত সাংবাদিক ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।