কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম পাটিখালঘাটা সিনিয়র মহিলা মাদ্রাসার সুপার আতাউর রহমান এর বিরুদ্ধে এডভোকেট জাহাঙ্গীর শামীম এর মাধ্যমে লিগাল নোটিশ করেছেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার।
উপজেলার পশ্চিম পাটিখালঘাটা সিনিয়র মহিলা মাদ্রাসার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশ করলে উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আতাউর রহমান তার ফেসবুক আইডি দিয়ে লিখেছেন (৫০ হাজার টাকার জন্য ভুয়া সংবাদ করছেন বাদল সাহেব) এমন মিথ্যা মন্তব্য করেছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
এতে ৫০ লক্ষ টাকার মানহানি হয়েছে বলে ১২ ডিসেম্বর ঝালকাঠি জেলার আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর শামীম এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রিন্সিপলকে লিগাল নোটিশ প্রদান করেছেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ বাদল হাওলাদার।
নোটিশে উল্লেখ করা হয়েছে ৭ কার্যদিবসের ভিতরে নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।