শেখ মোস্তফা কামাল, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে এক স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে করার অপরাধে বরকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনার করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার হাঁড়িয়াঘোপ গ্রামের হযরত বিশ্বাসের ছেলে শরিফুল ইসলামের (৩৩) সাথে শেখপুরা গ্রামের মনিরুল ইসলাম দালাল এর স্কুল পড়ুয়া মেয়ে রিমা খাতুন (১৫) এর সাথে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পরেরদিন ছেলের বাড়িতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বৌ-ভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিলো। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান রবিবার (২০ জুলাই) দুপুরে বরের বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সত্যতা পেয়ে বর শরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নববধূ বাড়ি থেকে পালিয়ে যায়।

বাল্যবিয়ের ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান বলেন, বাল্যবিয়ে করার অপরাধে বরকে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নির্মূলে সমাজের সব শ্রেণি পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা বড়ই প্রয়োজন। সমাজ থেকে যেকোন ভাবেই বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।

এ ব্যাপারে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, বাল্যবিয়ে করার অপরাধে ১ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে বৃহস্পতিবার বিকেলে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।