আতাউর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)ময়মনসিংহের গৌরীপুরে মাদক ব্যবসায়ী এক দম্পতিকে কারাদণ্ড- ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
এর আগে শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানে শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে নুরুজ্জামান (৫০) ও তার স্ত্রী সখিনা খাতুনকে (৪০) ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানকে ১ বছর কারাদ- এবং ২ হাজার টাকা জরিমানা ও সখিনা খাতুনকে ৮ মাস কারাদ- এবং ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন দ-প্রাপ্তদের কারাগারো পাঠানো হচ্ছে। জব্দকৃত মাদক পুড়িয়ে ফেলা হয়েয়েছ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।