নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করা হয়েছে।

আবেদনকারীদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউসুফ আলী। পরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে পাওনা টাকা নিয়ে বিভিন্ন আদালতে মামলা চলছে।

গ্রামীণ টেলিকমের কাছে শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ আড়াইশ কোটি টাকারও বেশি। এই পাওনা টাকার দাবিতে কোম্পানীটির অবসায়ন চাওয়া হয়েছে।

 

কলমকথা/বি সুলতানা