চট্টগ্রামের হালিশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রামের হালিশহরস্হ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
সভায় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও বিভিন্ন ইউনিটের সকল স্তরের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। আইজিপি মহোদয় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শোনেন ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। তিনি সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।