চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ থানার সকল বিট এলাকায় একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
আজ ১৪ই নভেম্বর২০২০ ইং তারিখে চট্টগ্রামের মেট্রো পলিটন পুলিশের১৬ থানার সকল বিট এলাকায় একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বিট অফিসারগণ স্থানীয় জনগণের সাথে বিট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করেন। কিশোর গ্যাং, নারী নির্যাতন বা গুজব ছড়ানো ইত্যাদি নেতিবাচক কার্যক্রম সম্পর্কে সবাইকে সচেতন করেন। যে কোন জরুরী পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিট অফিসারকে অবহিত করার পরামর্শ দেন।
এসময় সেখানে বিট পুলিশিং কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।