• চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সাথে ভারতীয় হাই কমিশনার জনাব শ্রী বিক্রমকুমার দোরাইস্বামীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।

একেএম তারিকুল ইসলাম রানা চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-

অদ্য ২১ ডিসেম্বর, ২০২০ খ্রীস্টাব্দ সোমবার দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ভারতীয় হাই কমিশনার জনাব শ্রী বিক্রমকুমার দোরাইস্বামীকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দামপাড়া পুলিশ লাইন্স শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে হাইকমিশনার মহোদয় ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ মাস্টারদা সূর্যসেনের স্মৃতি বিজড়িত অস্ত্রাগার ও গোলাবারুদ স্থল পরিদর্শন করেন। এসময় সিএমপি কমিশনার ভারতীয় হাইকমিশনার মহোদয়কে ব্রিটিশ বিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনে শহীদ মাস্টারদা সূর্যসেনের অবদান তুলে ধরেন। হাইকমিশনার মহোদয় এসময় আবেগ আপ্লুত হয়ে পরেন।

এসময় সেখানে জনাব অনিন্দ্য ব্যানার্জী, সহকারী হাইকমিশনার, চট্টগ্রাম, জনাব দীপ্তি আলংঘাট, দ্বিতীয় সচিব, ঢাকা, জনাব সুভাশিষ সিনহা, দ্বিতীয় সচিব, চট্টগ্রাম, জনাব এস দোরাইস্বামী, ভারতীয় হাই কমিশনারের সহধর্মিণী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।