গতকাল রোববার ( ১৮ এপিল) সন্ধা সাড়ে সাতটায় উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এ দিন ওই ছাত্রী, তার পিতা মাতা ও ছোট বোন (৮) মনিগ্রাম দক্ষিনপপাড়া এলাকায় চাচার বাড়িতে ইফতার শেষে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে দেলোয়ার মাস্টারের বাড়ির সামনে একই এলাকার রাজ্জাকের ছেলে রাজিব (২৩),হায়দার আলীর ছেলে সাজদুল (২০) ও কামাল হোসেনের ছেলে নুর ইসলাম (২২) তাদের থামিয়ে ওই ছাত্রীকে টানা হেঁচড়া করে লাঞ্চিত করে ও অপহরনের চেষ্টা করে। এ সময় ছাত্রীর বাবা-মা বাধা দিলে তাদের সঙ্গে অভিযুক্তদের ধস্তাধস্তি হয়।

সোমবার দুপুরে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন। এ ঘটনার পর থেকে ওই ছাত্রীর পরিবার চরম সংশয় ও নিরাপত্বাহীনতায় আছেন বলেও বাদি পক্ষ থেকে জানানো হয়।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ -ওসি (তদন্ত) আব্দুল বারী জানান, জোরপূর্বক ছাত্রী অপহরণ চেষ্টার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনি ব্যবস্থা নেয়া হবে।