চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি পদে চিত্রনায়ক জায়েদ খানের নিয়োগ স্থগিত করেছেন আপিল বিভাগ। জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিতের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুন আক্তারের আপিল আবেদন শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সিদ্ধান্ত জানান।

একইসঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর চেম্বার আদালতের স্থিতিবস্থা ও স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। পাশাপাশি হাইকোর্টকে এ মামলায় জারি করার রুলের ওপর শুনানি করতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে রুল নিষ্পত্তির পূর্বে কেউ যদি চেম্বার আদালতের আদেশ না মেনে ওই পদে বসেন, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যাবে বলেও মন্তব্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

 

কলমকথা/সাথী