![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/12/received_377902907466179.jpeg)
আজ বৃহস্পতিবার সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট প্রাঙ্গনে এ বুথের উদ্ভোধন করা হয়।
এসময় জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দন সরকার, আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক, সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিনসহ আইজীবীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বিচারকরা বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইগত সহায়তা প্রদানের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বুথ থেকে পরামর্শ গ্রহন করতে পারবেন সুবিধাভুগিরা। সেই সাথে দেওয়ানি ফৌজদারি পারিবারিক জেল আপিলসহ যে কোন মামলার যাবতীয় তথ্য সরবরাহ করা হবে এ বুথ থেকে। হয়রানী ও ভোগান্তি থেকে রেহাই পেতেই এ বুথের কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান তারা।
এছাড়া বিনামুল্যে জরুরী সেবা পেতে বেশকিছু নম্বর গ্রহন করতে পারবে হেল্প ডেক্স থেকে। যে কোন আইনগত বিষয়ে ফোন করে সেবা গ্রহন করতে পারেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।