নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল বাদী হয়ে এ মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, শোকাবহ আগস্ট মাস উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন মাসব্যাপী বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে শোকসভা করে আসছে।

গত ২৮ ও ৩০ আগস্ট ছাত্রলীগ প্রোগ্রাম শেষ করে চলে যাওয়ার পর রাতে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১ আগষ্ট) রাতে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

পূর্বে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ ২৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এ পর্যন্ত দুটি মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণসহ ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।