অলিউর রহমান মেরাজ,নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদকসেবীকে মাদক সেবনের দায়ে পাঁচশত টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকেলে উপজেলার ভাদুরিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম । এ সময় থানার অফিসার ইনচার্জ ফেরদৗস ওয়াহিদ উপস্থিত ছিলেন। উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর থেকে মাদক সেবন অবস্থায় দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।