নোয়াখালীতে গ্রাহকের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না করে আত্মসাৎ করায় ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাসার ইসলামী ব্যাংক লিমিটেডের লক্ষ্মীপুরের রায়পুর শাখার এসবিআইএস কর্মকর্তা। তিনি লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে।

সোমবার সিনিয়র জেলা ও দায়রা বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ এ রায় দেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক নোয়াখালী কার্যালয় জানায়, ব্যাংক কর্মকর্তা নূর মোহাম্মদ বাসার ইসলামী ব্যাংক রায়পুর শাখায় থাকাকালীন মিজানুর রহমান সিদ্দিক নামে এক গ্রাহকের কাছ থেকে লোন হিসাবে ২২ লাখ ৫০ হাজার টাকা জমা দেওয়ার জন্য নগদে গ্রহণ করেন।

পরে ওই টাকা ব্যাংকের গ্রাহকের হিসাবে জমা না দিয়ে ভুয়া জমা স্লিপে নিজে সই করে তা আত্মসাৎ করেন।

একপর্যায়ে এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী তার বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সাবেক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। দীর্ঘ তদন্তের পর আদালতে চার্জশিট দেওয়া হয়।

আদালতে মামলাটি পরিচালনা করেন দুদকের পিপি আবুল কাশেম। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৩ বছরের কারাদণ্ড ও ২২ লাখ টাকা জরিমানা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।