• নড়াইলের পল্লি থেকে দুই ওয়ারেন্টের আসামী অাটক।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।

 

নড়াইলের পুলিশ সুপারের নির্দেশে, গোপন তথ্যের ভিত্তিতে, ০১/১২/২০২০ তারিখ সন্ধ্যা ০৬,৩০ ঘটিকায় সময় নড়াইল সদর থানাধীন গোবরা বাজার হইতে, জি আর ৫৮/২০ এর ওয়ারেন্টের আসামী ১/মোঃ সজীব হোসেন, পিতাঃ আলতাব হোসেন,সাং গোবরা,২/ মনির, পিতাঃ মিজানুর রহমান,সাং পাইকপারা, উভয় থানা+ জেলা নড়াইল কে জেলা ডিবি পুলিশের এএসঅাই আনিস,ও সঙ্গীয় ফোর্স কং বিকাশ,দেলোয়ার,জুনায়েদ,সরোয়ার সহ অাসামিদের গ্রেফতার করেন।

ডিবি পুলিশের এএসঅাই অানিচ বলেন আসামীদের গ্রেফতার করে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।

মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০