- নড়াইলে ডিবির অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশে, গোপন তথ্যের ভিত্তিতে ইং ০৪/১২/২০২০ তারিখ, শুক্রবার বিকাল ০৪,৩০ ঘটিকায়,নড়াইল জেলার কালিয়া থানাধীন বড়নাল বাজার হইতে। যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মামলা নং ৭৬/১৭,জি আর ৩০৪/১৭,এস সি- ১৭৩৪/১৭ মামলা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত -যশোর কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ ১০ ( দশ)হাজার টাকা জরিমানার এক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের পলাতক আসামী, মোঃ জাকির হোসেন(৪৩), পিতাঃ মোঃ সিদ্দিক শেখ,সাং চন্ডিনগর,থানাঃ কালিয়া,জেলাঃ নড়াইল কে গ্রেফতার করেছেন নড়াইল জেলা ডিবি পুলিশের চৌকাস টিম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায় এএসঅাই আনিস,এর সঙ্গীয় ফোর্স এএসঅাই মাফুজুর,এএসঅাই শরিফ,এএসঅাই সেলিম,কনেস্টবল বখতিয়ার,রহুল,জুনায়েদ,সরোয়ার,দেলোয়ার,শিবলী, সহ অভিযান চালিয়ে আসামী জাকির কে গ্রেফতার করেন।
ডিবি পুলিশের এএসঅাই অানিচ বলেন অাসামি জাকির কে গ্রেফতার করে যশোর বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।