খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযান চালিয়ে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। শিবসা নদীতে অবমুক্ত করা হয় আহরিত ৫ কেজি বা ১৫ লক্ষাধিক পোনা।
প্রাকৃতিক উৎস থেকে বৃহস্পতিবার সকালে পারশে মাছের আহরণকৃত পোনা বিক্রিকালে শিববাটি ব্রিজের কাছ থেকে হাতে-নাতে ৪ জনকে আটক করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করেন। নদীতে অবমুক্ত করেন ৫ কেজি তথা ১৫ লাখ পোনা।
আটককৃতরা হলেন, কালনার মো. দিদার ইসলাম, দেলুটীর মো. হযরত আলী, গড়ইখালীর মো. আব্দুল আলিম ও নলডাঙ্গার মো. বিল্লাল শেখ।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।