পাইকগাছায় মাদকাসক্তের অভিযোগে এক যুবককে ৬ মাসের জেল দেয়া হয়েছে। বুধবার বেলা ৩টায় উপজেলার মৌখালী বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে মাদকাসক্ত অবস্থায় মশিউর রহমান (২০) নামে এক যুবককে পুলিশ আটক করেছে।
সে উপজেলার গজালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় মনিরুল ইসলাম জানান, সে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্যের সাথে আসক্ত রয়েছে। পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সামাদ জানান, এলাকাবাসীর সংবাদে মাদকাসক্ত অবস্থায় পেয়ে তাকে গ্রেপ্তার করি।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতে তাকে ০৬ মাসের জেল দেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছার থানার অফিসার ইনচার্জ এজাজ শফী সহ সঙ্গীয় ফোর্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।