শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি : পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।উক্ত নির্বাচনে সভাপতি এ্যাড অজিত কুমার মন্ডল ও সম্পাদক এ্যাড অনাদী কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছে। রবিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সমিতির কর্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির ৬৮ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি এ্যাড জি এম আক্কাছ আলী এবং এ্যাড এম এম ইদ্রিসুর রহমান, যুগ্ন সম্পাদক এ্যাড মোঃ আব্দুল মজিদ গাজী, ক্রিয়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ্যাড কৃষ্ণ মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাড সরদার সুবেহ সাদিক, নির্বাহী সদস্য পদে এ্যাড সমীর কুমার বিশ্বাস,
এ্যাড মোঃ একরামুল হক বিশ্বাস ও এ্যাড মোঃ নজির আহম্মদ, বিনা প্রতিদ্বন্দ্বীতায় লাইব্রেরী সম্পাদক পদে এ্যাড মোহ্তাছিম বিল্লাহ নির্বাচিত। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড শফিকুল ইসলাম কচি, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড শেখ বারিকুল ইসলাম ও এ্যাড রেখা রানী বিশ্বাস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।