কেএম জহুরুল হক(জনি),গাইবান্ধাঃ গোবিন্দগঞ্জে মা-মেয়ে কে ধর্ষন মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই মামলার দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আবদুর রহমান এ রায় দেন। রাষ্টপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে অভিযোগ ওঠে গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে মা-মেয়েকে ডেকে নিয়ে গোবিন্দগঞ্জের কাটাখালী নদীর তীরে বালুচরে ফেলে জামালপুরের দুই নারী(মা-মেয়ে)কে ধর্ষণ করে গোবিন্দগঞ্জের জ্বীনের বাদশা নামক প্রতারক চক্রের কতিপয় কিছু সদস্য। সে ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১৩ই মে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন ঐ ভুক্তভোগী।সেই মামলার দীর্ঘ ৪ বছরের বিচার প্রক্রিয়া শেষে রায় হলো আজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।